কলকাতা: “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম পুরোপুরি বন্ধ করতে উদ্যত হবে?” এহেন কুৎসিত মন্তব্য করে বিতর্কের শিরোনামে রণবীর এলাহাবাদিয়া। তোলপাড় গোটা ভারত। ছিছিক্কার সর্বত্র।
‘ভারতীয় সংস্কৃতি’, ‘পারিবারিক পরম্পরা ও ঐতিহ্য’কে অসম্মান করার অভিযোগে ইউটিউবারের বিরুদ্ধে একাধিক রাজ্যের থানায় অভিযোগ দায়ের হয়েছে। আইনি বিপাকের জেরে ক্ষমা চেয়েও চিঁড়ে ভেজেনি! এমতাবস্থাতেই শোনা গেল, এহেন দুর্দিনেই নাকি রণবীর এলাহাবাদিয়ার প্রেমিকা নিক্কি শর্মাও তাঁর হাত ছেড়ে পালিয়েছেন।
কিছুদিন ধরেই বিপাকে পড়েছেন অন্যতম বিখ্যাত ইউটিউবার রণবীর এলাহবাদিয়া সময় রায়নার শো ইন্ডিয়াস গট ল্যাটেন্ট অনুষ্ঠানে বাবা মায়ের যৌনতা নিয়ে কথা বলতে গিয়ে সমালোচনা সম্মুখীন হয়েছেন রণবীর। ইউটিউবারের বিরুদ্ধে করা হয়েছে FIR। তবে এবার ব্যক্তিগত জীবনেও পরল এই বিতর্কের প্রভাব, গার্লফ্রেন্ড নিক্কি শর্মার সঙ্গে রণবীরের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে সর্বত্র।
বলিউড শাদিসের একটি প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, রণবীর এবং নিক্কি একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন। আনফলো করার খবর ছড়িয়ে পড়ার পরেই এই ব্রেকআপের গুঞ্জন আরও বেশি তীব্র হয়। তবে সম্প্রতি নিক্কির পোস্ট করা একটি লেখা দেখে স্পষ্ট হয়ে যায়, রণবীর এবং নিক্কির সম্পর্ক এখন আর আগের জায়গায় নেই।
সম্প্রতি নিক্কি একটি পোস্ট করেন যেখানে লেখা রয়েছে, আপনার শরীর যে শুধুমাত্র খারাপ খাবারকে প্রত্যাখ্যান করে তা নয়, আপনার শরীর খারাপ এনার্জিকেও প্রত্যাখ্যান করে। যখন কোন নির্দিষ্ট জায়গা, মানুষ অথবা জিনিস আপনার শরীর প্রত্যাখ্যান করতে শুরু করে তখন তাতে সহমত হওয়া উচিত। আপনার মনের কথা শুনুন এবং বিশ্বাস করুন।
কিছুদিন আগেই গোয়ায় ঘুরতে গিয়েছিলেন রণবীর এবং তাঁর গার্লফ্রেন্ড। গোয়ায় এটি ভয়ানক ঘটনার সম্মুখীন হয়েছিলেন তাঁরা। মৃত্যুর হাত থেকে ফিরে এসেছিলেন রনবীর এবং নিক্কি। সবকিছুই তাঁদের মধ্যে ভালো চলছিল কিন্তু আচমকাই যেন সবকিছু পাল্টে গেল।
রণবীরের বিতর্কিত মন্তব্যের পর তার ফলোয়ার সংখ্যা ব্যাপকভাবে কমে যায়। কেউ তাকে সমর্থন জানালেও, অনেকেই তার সমালোচনা করছেন। শক্তিমান, অর্থাৎ মুকেশ খান্না রণবীরকে তীব্র সমালোচনা করেছেন এবং তার শাস্তি হিসেবে তাকে গাধার পিঠে বসিয়ে শহর ঘোরানোর পরামর্শ দিয়েছেন। তবে কিছু কমেডিয়ান মনে করেন যে রণবীর কোনও কমেডিয়ান না হওয়ায় তিনি অনিচ্ছাকৃতভাবে এমন কথা বলেছেন, সুতরাং তাঁকে ক্ষমা করা উচিত।
প্রসঙ্গত, রণবীরের বিরুদ্ধে মানুষের ক্ষোভ আছড়ে পড়ার পরেই একটি ভিডিয়োর মাধ্যমে সকলের সামনে ক্ষমা চেয়েছেন রণবীর। সকলের সামনে ক্ষমা চেয়ে তিনি বলেন, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। আমি ইচ্ছাকৃত কিছু বলিনি। আমি যেহেতু কোনও কমেডিয়ান নয় তাই হাস্যরস আমার মধ্যে নেই। তবে আমি যা বলেছি তার জন্য আমি খুবই দুঃখিত, ক্ষমা চাওয়া ছাড়া আমার বলার কিছু নেই।
![Ranveer Allahabadia Ranveer Allahabadia](https://images.hindustantimes.com/bangla/img/2025/02/12/600x338/nikki_1739348565886_1739348566063.jpeg)