বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: স্বীকৃত ট্র্যাকিং পদ্ধতির মাধ্যমে বাধ্যতামূলকভাবে রপ্তানি পণ্যের ভ্যাসেল বা কন্টেইনার ট্র্যাকিং করার জন্য অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক।
রপ্তানি পণ্যের শিপমেন্ট নিশ্চিত করার লক্ষ্যে গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছে। আগে শুধু ফ্রেইট ফরোয়ার্ডারদের ইস্যুকৃত পরিবহন দলিলের মাধ্যমে পণ্য রপ্তানির বিপরীতে নগদ সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে শিপমেন্ট ট্র্যাকিং করা বাধ্যতামূলক ছিল।
সার্কুলারের বলা হয়, শিপমেন্ট ট্র্যাকিং চার্জ বাবদ অর্থ বিদেশে প্রেরণযোগ্য। বাণিজ্য ভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক নির্দেশনার ইনফ্রাস্ট্রাকচার লেভেল রিস্ক এসেসমেন্ট মোতাবেক ভ্যাসেল ট্র্যাকিং পদ্ধতি গড়ে তোলার জন্য এডি ব্যাংকগুলোর ওপর নির্দেশনা সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
ফাইনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট কর্র্তৃক ইস্যুকৃত বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক গাইডলাইনের আলোকে শিপমেন্ট ট্র্যাকিং করা বাধ্যতামূলক করা হয়েছে বলে জানা গেছে।