বিজনেসটুডে২৪ প্রতিনিধি
দিনাজপুর: (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলার দায় স্বীকার করেছেন ইউএনও অফিসের চাকরিচ্যূত মালি রবিউল ইসলাম। আর তিনি একাই হামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির ওসি ইমাম জাফর এই তথ্য জানিয়ে বলেন,
রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে আদালতে রবিউল ইসলাম হামলার ঘটনায় নিজের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তিনি বলেন, ‘এর আগে আমরা রবিউলকে আটক করে নয় দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেছিলাম। রবিউল রিমান্ডে আমাদের কাছে তার দায় স্বীকার করেন।