বিজনেসটুডে২৪ ডেস্ক:
রবিনহোর সঙ্গে সম্প্রতি ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের চুক্তিটি বাতিল করা হয়েছে। শুক্রবার উভয় পক্ষ এই সিদ্ধান্তের কথা জানায়।
সান্তোস ব্রাজিলের ফুটবলার তৈরির ‘কারখানা’ হিসেবে পরিচিত। এই ক্লাবে কিংবদন্তি পেলে ও হালের নেইমার ছাড়াও অসংখ্য তারকা ফুটবলার তৈরি হয়েছে।
২০১৩ সালে মিলানে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সে সময়ের ইন্টার মিলান তারকা রবিনহোর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এ ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় ২০১৭ সালে ইতালির একটি আদালত এই ফুটবলারকে নয় বছরের জেল দেয়। শাস্তি এড়াতে সেই থেকে দেশটি আর সফরে যাচ্ছেন না ব্রাজিলিয়ান এই তারকা।
গত সপ্তাহে রবিনহোর সঙ্গে সান্তোস ৩৬ মাসের জন্য চুক্তি করলে সমর্থক, সংবাদমাধ্যম ও নারী অধিকার কর্মীরা ক্লাবটির ওপর চাপ তৈরি করে। পরিস্থিতি বেগতিক দেখে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়।
এ ব্যাপারে নিজেদের অফিশিয়াল টুইটারে ক্লাবটি জানিয়েছে, ১০ অক্টোবরের চুক্তিটি বাতিলে সান্তোস ফুটবল ক্লাব এবং রবিনহোর মধ্যে ঐকমত্য হয়েছে। যাতে করে এই খেলোয়াড় ইতালিতে আনা অভিযোগের মামলা লড়াইয়ে মনোযোগ দিতে পারে।
এ ব্যাপারে এক ভিডিও বার্তায় রবিনহো বলেন, “খুব গভীর দুঃখের সঙ্গে আমি আপনাদের জানাচ্ছি যে, আমার জীবনের কঠিন এই সময়ে ক্লাব সভাপতির সঙ্গে মিলে চুক্তিটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।”
“সব সময় আমার লক্ষ্য ছিল সান্তোস ফুটবল ক্লাবকে সহায়তা করা। আমার উপস্থিতি কোনো ব্যাঘাত ঘটানোর কারণ হলে সরে দাঁড়ানো এবং নিজের ব্যক্তিগত ব্যাপার নিয়ে থাকাটা শ্রেয়।”