Home শেয়ারবাজার রবির দরপতন

রবির দরপতন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের টানা ১৫ কর্মদিবস উত্থানের পর আজ (রবিবার) দরপতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির দর ৫ টাকা ৬০ পয়সা বা ৭.৯৯ শতাংশ কমেছে।

আজ শেয়ারটি সর্বশেষ ৬৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪৪ হাজার ১৮৩ বারে ৩ কোটি ৯৯ লাখ ৯৪ হাজার ৬২৩টি শেয়ার লেনদেন করে। যার আর্থিক মূল্য ২৮১ কোটি ২৭ লাখ টাকা।

২৪ ডিসেম্বর পুঁজিবাজারে রবি ১০ টাকায় লেনদেন শুরু করে। প্রথমদিন শেয়ারটির দর ৫ টাকা বা ৫০ শতাংশ বাড়ে। আর শেয়ারটি লেনদেনের শুরু থেকেই হল্টেড হয়ে আসছিল এবং টানা দর বাড়ছিল।

রবির আজিয়াটা লিমিটেডের ‍পুঁজিবাজারে মোট ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৩৫টি শেয়ার আছে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫ হাজার ২৩৭ কোটি ৯৩ লাখ টাকা এবং অনুমোদিত মূলধন ৬ হাজার কোটি টাকা।