Home বিনোদন আবার বাংলা ছবিতে বলিউড অভিনেত্রী রবীনা

আবার বাংলা ছবিতে বলিউড অভিনেত্রী রবীনা

রবীনা টন্ডন। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক:  দীর্ঘ ১৫ বছর পর বাংলা ছবিতে ফিরতে পারেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী রবীনা টন্ডন। ২০১০ সালে মুক্তি পাওয়া রাজা সেন পরিচালিত ‘ল্যাবরেটরি’ ছবিতে শেষবার বাংলা সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। তবে এবার শোনা যাচ্ছে, ‘বানসারা’ নামক একটি বাংলা ছবির মাধ্যমে তিনি বড় পর্দায় ফিরতে পারেন।

‘বানসারা’ ছবিটির শুটিং বর্তমানে  পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় চলছে, যার পরিচালনা করছেন আতিউল ইসলাম। ছবির গল্প মাফিয়া এবং পুলিশের টক্করের মাঝে অতিলৌকিক ঘটনার মিশ্রণে নির্মিত।

ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত এবং অপরাজিতা আঢ্য। সূত্রের খবর অনুযায়ী, ছবির নির্মাতারা রবীনা টন্ডনকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। চরিত্রটি সম্পর্কে শোনা যাচ্ছে, রবীনা যে চরিত্রে অভিনয় করবেন, তা একটি ক্ষুরধার রাজনীতিকের।

এ বিষয়ে পরিচালক আতিউল ইসলাম জানিয়েছেন, বিষয়টি এখনো প্রাথমিক স্তরে রয়েছে, তবে চিত্রনাট্য রবীনার পছন্দ হয়েছে। তাঁর সঙ্গে ইতিমধ্যেই ভিডিও কলে আলোচনা হয়েছে এবং শুটিংয়ে তিনি যোগ দিতে রাজি হলে, কলকাতায় শুটিংয়ে অংশ নেবেন।

এখন পর্যন্ত পুরুলিয়ায় ‘বানসারা’ ছবির আউটডোর শুটিং শেষ হয়েছে। কলকাতা এবং ঝাড়খণ্ডে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে এবং ফেব্রুয়ারির শেষের দিকে কলকাতার শুটিং শুরু হবে।

বাংলা সিনেমায় রবীনা টন্ডনের প্রত্যাবর্তন নিশ্চিত হলে, এটি সিনেমাপ্রেমীদের জন্য এক বিরাট সুখবর হবে। সিনেমার শুটিং প্রক্রিয়া এবং তাঁর সিদ্ধান্তের ওপর নজর রাখা হবে। এখন দেখার বিষয়, তিনি শেষ পর্যন্ত এই ছবির অংশ হবেন কিনা।