Home Second Lead রমজানেও উপস্থিতি স্থগিত মক্কা-মদিনার মসজিদে

রমজানেও উপস্থিতি স্থগিত মক্কা-মদিনার মসজিদে

পবিত্র মসজিদুল হারাম

বিজনেসটুডে২৪ ডেস্ক

মক্কায় পবিত্র মসজিদুল হারাম এবং মদিনায় পবিত্র মসজিদে নববীতে মাহে রমজানে তারাবিহ এবং পাঁচ ওয়াক্ত নামাজে স্থগিত থাকবে সর্বসাধারণের উপস্থিতি।

মসজিদে নববী

করোনা ভাইরাসের বিস্তাররোধে সৌদি স্বাস্থ্যবিষয়ক যৌথ কমিটির পরামর্শে নেয়া হয়েছে এ সিদ্ধান্ত। হারামাইন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. আবদুর রহমান আস সুদাইস টুইটার ও ফেসবুকে এ তথ্য জানিয়েছেন সোমবার রাতে।

কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে স্টাফদের নিয়ে তারাবিহ নামাজ হবে।  সাধারণ মানুষ উপস্থিত হতে পারবে না। ১০ রাকাআত তারাবিহ এবং বিতর পড়া হবে।