Home ব্যাংক-বিমা রমজানে ব্যাংকের লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা

রমজানে ব্যাংকের লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: আসন্ন পবিত্র রমজান মাসে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। তবে, ব্যাংক খোলা থাকবে সাড়ে ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত। বুধবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, দুপুরে জোহরের নামাজের বিরতি থাকবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত।

দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, হিজরি ১৪৪৩ সনের পবিত্র রমজান মাসে বাংলাদেশে কার্যরত সব ব্যাংক কোম্পানির অফিস ও লেনদেনের সময়সূচি নিম্নরূপ করা হলো।
‘রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট হতে বিকাল ৪টা পর্যন্ত (বেলা ১টা ১৫ মি. হতে ১টা ৩০ মি. পর্যন্ত জোহরের নামাজের বিরতিসহ) ব্যাংক খোলা থাকবে। লেনদেন চলবে সকাল ৯টা ৩০ হতে দুপুর ২টা ৩০ পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। জোহরের নামাজের জন্য ১টা ১৫ মিনিট হতে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি নির্ধারণ করা হলেও রমজান-পূর্ব সময়ের ন্যায় নিয়মানুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ অব্যাহত থাকবে।’
পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আগের সময়ে ফিরে আসবে।