Home চট্টগ্রাম রাইস মিলস মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

রাইস মিলস মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

  • হাজি ফরিদ সভাপতি ও হাজি রফিক সাধারণ সম্পাদক 
চট্টগ্রাম রাইচ মিলস মালিক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন  (২৮ সেপ্টেম্বর)  সোমবার চাক্তাই সোবহান সওদাগর রোড সংলগ্ন চাক্তাই শিশু শিক্ষা নিকেতনে অনুষ্ঠিত হয়।
সভাপতি নির্বাচিত হয়েছেন হাজী ফরিদ উদ্দীন আহমেদ।
সাধারণ সম্পাদক হাজী মোঃ রফিক উল্লাহ,  সহ- সভাপতি মোহাম্মদ হোসেন।
সভাপতি,সহ-সভাপতি,সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক এবং অর্থ সম্পাদক ৫ টি পদে ৪৩ জন সদস্যের মধ্যে ৪২ জনের উপস্থিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত সভাপতি হাজী ফরিদ উদ্দীন আহমেদ বলেন, রাইস মিলস ও চালের বাজার স্থিতিশীল রেখে ব্যবসায়ীদের সুখে দুঃখে পাশে থেকে আমার দায়িত্ব আমি পালন করবো। কম লাভ, বিক্রয় বেশি নীতিতে আমরা বিশ্বাসী।
তিনি আরো বলেন,  সরকারের দেওয়া বরাদ্দকৃত চাউল গুদামে জমা দিয়েছি আমরা, আমাদের মিল থেকে ১০ শতাংশ চাউল চট্টগ্রামে সরবরাহ করা হয় বাকি ৯০ শতাংশ উত্তরবঙ্গ থেকে আনা হয়।
সাধারণ সম্পাদক হাজী মোঃ রফিক উল্লাহ বলেন,বর্তমানে মিল আছে ২৫ টি,  ব্যবসায়ীদের সাথে নিয়ে সরকারের নীতিমালা অনুযায়ী ব্যবসা প্রসার করা হলো মূল উদ্দেশ্য।
৩ বছর মেয়াদী নির্বাচনে নির্বাচন কমিশনার ছিলেন হাজী মীর আহমদ সওদাগর(প্রধান নির্বাচন কমিশনার) ।