Home সারাদেশ সাজেকে সেনাবাহিনীর অভিযানে অবৈধ কাঠ জব্দ

সাজেকে সেনাবাহিনীর অভিযানে অবৈধ কাঠ জব্দ

 রাঙ্গামাটি থেকে শাকিল মন্ডল: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থানার শুকনাছড়ি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১৭৫ ঘনফুট অবৈধ বিভিন্ন জাতের কাঠ আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে বাঘাইহাট জোন (৬ ইস্ট বেঙ্গল), জোন কমান্ডার লেঃ কর্নেল মুনতাসির রহমান চৌধুরী (পিএসসি) এর নির্দেশে দুইটিলা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার-ক্যাপ্টেন আহমেদ সাদাব হাসান এর নেতৃত্বে এসব কাঠ জব্দ করা হয়।
এলাকাবাসী ও বন বিভাগের সূত্রে জানা যায়, সাজেক থানার শুকনাছড়ি এলাকায় রাতের আঁধারে পাচারের উদ্দেশ্যে কাঠগুলো আনা হলে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ বিভিন্ন প্রজাতির কাঠ আটক করেছে সেনাবাহিনী। কাঠ জব্দের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা ঘটনা স্থান হতে পালিয়ে যায়। আটককৃত কাঠের বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার টাকা হবে বলে জানা যায়।
কাঠ পাচার রোধের বিষয়ে কথা হলে বন বিভাগের দায়িত্বরত বাঘাইহাট রেঞ্জ কর্মকর্তা শেখ ফারুক আহম্মেদ বলেন, পার্বত্য এলাকার পরিস্থিতির কারণে এবং অন্যদিকে আমাদের জনবল সংকট ও যানবাহন সংকটের ফলে কাঠ পাচার রোধ করতে হিমশিম খাচ্ছি। প্রতিনিয়ত কাঠ পাচার রোধে যৌথবাহিনীর সাথে সমন্বয়ে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আটককৃত কাঠগুলো সাজেক থানা বাঘাইহাট রেঞ্জে হস্তান্তর করা হয়। এবং বন মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে রেঞ্জ কর্মকর্তা জানান।
বাঘাইহাট জোন কমান্ডার এর সাথে ফোনালাপে কথা বলে জানা যায়, পার্বত্য অঞ্চলে শান্তি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে এবং দেশের বনজ সম্পদ রক্ষা ও অবৈধ কাঠ পাচার রোধের জন্য সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, আমাদের সকলকে মনে রাখতে হবে সবার উপরে দেশ। তারই ধারাবাহিকতায় দেশের জনগণ এবং দেশের সম্পদ রক্ষার জন্য সেনাবাহিনী প্রতিনিয়ত কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিতা অব্যাহত থাকবে।