এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী(পটুয়াখালী)থেকে: রাঙ্গাবালী উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা,সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে ইমাম ও আলেম ওলামাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল দশ ঘটিকায় রাঙ্গাবালী উপজেলা মডেল রিসোর্স সেন্টার মিলনায়তনে উপজেলা ফিল্ড সুপারভাইজার মো,শফিউল্লাহ এর সভাপতিত্বে,উপজেলা মডেল কেয়ার-টেকার মাওলানা মহিউদ্দিনের সঞ্চালনায় মাওলানা মো বেলাল হোনাইনের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কর্যক্রম শুরু করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী জেলার ডিডি মাওলানা মো মাহবুবুর আলম। বিশেষে অতিথি ছিলেন,পটুয়াখালী জেলা ফিল্ড অফিসার মো জাহিদুল ইসলাম।
উপস্থিত ছিলেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এর প্রতিনিধি এসআই আল আমিন হোসাইন, ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গাবালী উপজেলার ছয়টি ইউনিয়নের শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ।
এ সময় বক্তরা বলেন, আলেম সমাজ হলো জাতির কর্ণধার। আপনাদের কথা সাধারণ মানুষ শোনে। সমাজকে সন্ত্রাস এবং মাদক মুক্ত করার জন্য আপনাদের ভুমিকা রাখতে হবে।