Home First Lead রাজধানীতে বৃহত্তম করোনা হাসপাতাল চালু

রাজধানীতে বৃহত্তম করোনা হাসপাতাল চালু

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: দেশের সবচেয়ে বড় করোনা ডেডিকেটেড হাসপাতাল ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার সকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত হাসপাতালটি উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের সাবেক পরিচালক ও হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মো খুরশিদ আলম, স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া, সেনাবাহিনীর এডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল শাকিল আহমেদসহ অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বি এম খুরশীদ আলম বলেছেন, ‘আইসিইউতে মানুষের কষ্ট দেখেছি। তাই সবার প্রতি অনুরোধ, স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিজে সুস্থ্য থাকুন এবং অন্যকে সুস্থ্য রাখুন।’

জানা গেছে, ২২ বিঘা জমির উপর ১৭৫ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে। প্রাথমিকভাবে ২০টি আইসিইউ ও ১৫০টি সাধারণ শয্যা নিয়ে যাত্রা শুরু হলো এই হাসপাতালের। এরই মধ্যে হাসপাতালটিতে পৌঁছেছে ২০০ আইসিউই শয্যা। তৈরি হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন লাইন।

এই হাসপাতাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। এটি পরিচালনায় থাকছে বাংলাদেশ সেনাবাহিনী।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, এই হাসপাতালে ৫০০ চিকিৎসক, ৭০০ নার্স, ৭০০ স্টাফসহ প্রয়োজনীয় ওষুধ ও যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে। করোনা রোগীদের জন্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষাও এখানে করা যাবে।

মহাখালীতে ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টারে আছে ১০০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউ। পাশাপাশি ১১২টি এইচডিইউ স্থাপন করা হয়েছে। এছাড়া রোগীদের জন্য সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও আছে।

সব মিলিয়ে এই হাসপাতালে এক হাজার রোগীর ভর্তির ব্যবস্থা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মহাখালী কাঁচাবাজারের জন্য ছয় তলা ভবনটি হাসপাতালে রূপান্তর করা হয়েছে।

এমন সময় এই হাসপাতালটি উদ্বোধন করা হয়েছে, যখন হাসপাতালে করোনা রোগীদের জন্য শয্যা বিশেষ করে আইসিইউর তীব্র সংকট দেখা দিয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে সংক্রমণ মৃত্যু অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো।