বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: বুধবার সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) সকাল সকাল ৮টা ২৩ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ২। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভারতের আসামে। তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ।
বেশ কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূকম্পনের পর আরো কয়েকটি মৃদু প্রতিঘাত টের পাওয়া যায়। এ সময় আতঙ্কে রাজধানীসহ সারাদেশেই ঘর বাড়ি, দোকানপাট ও প্রতিষ্ঠান ছেড়ে খোলা রাস্তায় নেমে আসে মানুষ। অনেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি করে।
সকাল সাড়ে ৮টায় বগুড়া শহরের বহুতল ভবনগুলো হঠাৎ কেঁপে ওঠে। এটা টের পেয়ে ভবনের বাসিন্দারা ভূমিকম্প বলে চিৎকার দেয়। এতে অনেক ভবনের বাসিন্দারা নিজ নিজ ফ্ল্যাট বাসা থেকে বাইরে বেরিয়ে আসে। অনেকে অবশ্য ঘুমিয়ে থাকায় বিষয়টি টেরই পায়নি।
নীলফামারীতে বুধবার সকাল ৮টা ২৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়। হঠাৎ এ কম্পনে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূ-কম্পনে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান জেলা প্রশাসন ও উপজেলার নির্বাহী কর্মকর্তারা। এর আগে গত ৫ এপ্রিল রাত ৯টা ২১ মিনিটে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়।
এতে বলা হয়, বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক জেলা। কম্পন অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গেও। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.২। আসামের গৌহাটির কাছে শোনিতপুরে ভূমিকম্পের উৎসস্থল বলে জানা গেছে।
সকাল ৮টা ২১ মিনিটে ভারতের আসাম রাজ্যের ঢেকিয়াজুলির ১০ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে এই ভূমিকম্প আঘাত হানে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি’র বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আসামে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪।
উত্তর-পূর্ব ভারত এবং দেশটির উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়। এতে বিভিন্ন স্থানে ভবনে ফাটল দেখা দেওয়ার খবর পাওয়া গেছে। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। আসামের পাশাপশি ভারতের উত্তর-পূর্বের একাধিক রাজ্য কম্পন অনুভূত হয়েছে । দুলে উঠেছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাও।
আসামের তেজপুর থেকে ৪৩ কিলোমিটার দূরে ১৭ কিলোমিটার গভীরে ছিল কম্পনের এপিসেন্টার। দেখা গিয়েছে কম্পনের তীব্রতায় কোথাও ধসে পড়েছে পোক্ত পাঁচিল কোথাও আবার বিল্ডিংয়ের পিলারের মার্বেল ঝনঝন করে ভেঙে পড়েছে।
অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও টুইট করে জানিয়েছেন, সে রাজ্যে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত নেই। মণিপুর, মিজোরাম, ত্রিপুরার একাধিক জেলায় মৃদু কম্পন অনুভূত হয়েছে ।
গত সপ্তাহেই উত্তর-পূর্বের আর এক রাজ্য সিকিমের রাজধানী গ্যাংটকে ভূমিকম্প অনুভূত হয়েছিল। এদিন হল অসমে।