Home খেলাধুলা রাজনীতিকে ক্রিকেট থেকে দূরে থাকতে হবে: রামিজ

রাজনীতিকে ক্রিকেট থেকে দূরে থাকতে হবে: রামিজ

দুবাই : প্রাথমিক এক দফা আলোচনা হয়েছে। বরফ গলেনি।

আগামীদিনে আরও আলোচনা হবে। সেই আলোচনার মাধ্যমে বরফ গলবে কি না, সময় বলবে।

কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রামিজ রাজা ইন্দো-পাক ক্রিকেট সিরিজ শুরু করা নিয়ে হাল ছাড়তে নারাজ। বরং তিনি মনে করেন, দ্বিপাক্ষিক সিরিজ শুরু হতেই পারে। শর্ত একটাই, দুই দেশের রাজনীতিকে ক্রিকেট থেকে দূরে থাকতে হবে।

২০১৩ সালের শুরুতে ভারত সফরে এসেছিল পাকিস্তান। সেই শেষ। তারপর থেকে দুই প্রতিবেশির মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ রয়েছে। সময়ে সঙ্গে তলানিতে ঠেকেছে দুই প্রতিবেশির সম্পর্ক। এমন পরিস্থিতির মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রামিজ রাজা ফের দ্বিপাক্ষিক সিরিজ শুরুর ব্যাপারে সওয়াল করেছেন। জানিয়েছেন তাঁর আশার কথা। সঙ্গে তিনি মেনে নিয়েছেন, কাজটা অত্যন্ত কঠিন।

পিসিবি প্রধানের কথায়, সৌরভ ও জয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ শুরুর ব্যাপারে আমার আগেও কথা হয়েছে। পরে হয়তো আবারও হবে। দুই প্রতিবেশির মধ্যে বন্ধ থাকা ক্রিকেটীয় সম্পর্ক পুনরুদ্ধার করা জরুরি। রাজনীতি থেকে খেলাকে দূরে রাখতে পারলে দুই প্রতিবেশির ক্রিকেট সিরিজ হতেই পারে। যদিও কাজটা কঠিন। এখনও অনেক কাজ বাকি আমাদের।

মাস খানেক আগে এশিয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকের সময় বিসিসিআই ও পিসিবির শীর্ষ কর্তাদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ শুরু নিয়ে আলোচনা হয়েছিল। পরে মরুদেশে চলতি টি২০ বিশ্বকাপ শুরুর সময়ও সৌরভ-রামিজদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তারপর এখনও পর্যন্ত বিসিসিআই এব্যাপারে মুখ বন্ধ রেখেছে।

কিন্তু পাকিস্তান বোর্ড প্রধান রামিজ আজ ফের সরব হয়েছেন। তাঁর কথায়, আমাদের মধ্যে খুব ভাল আলোচনা হয়েছে। জানি, দ্বিপাক্ষিক সিরিজ শুরু করা নিয়ে অনেক সমস্যা রয়েছে। কিন্তু আমরা দুই দেশের ক্রিকেট সিরিজ নিয়ে প্রবল আশাবাদী।

-দি ওয়াল