Home রাজনীতি রাজনীতিবিদ নুরুল আবছার চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

রাজনীতিবিদ নুরুল আবছার চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

নুরুল আবছার চৌধুরী

চট্টগ্রাম: আজ সোমবার (২৭ শে জুলাই) বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুল আবছার চৌধুরীর ২৬তম মৃত্যুবার্ষিকী

এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ী আনোয়ারা থানার শিলাইগড়ায় মরহুমের মাজার জেয়ারত, পুস্পস্তবক অর্পন, কোরানখানি, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে

মরহুম নুরুল আবছার চৌধুরী তদানীন্তন পাকিস্তান আমলে ছাত্র ফেডারেশন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন এবং ‘৬২ এর কুখ্যাত শিক্ষা কমিশন রিপোর্ট বাতিল আন্দোলন এবং ‘৬৪ এর সার্বজনীন ভোটাধিকার আন্দোলনে অংশগ্রহণ করেন। ‘৬৯ এর গণঅভ্যুত্থান ও ‘৭১ এর মুক্তিযুদ্ধে ভূমিকা রাখেন।

নুরুল আবছার চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপদেষ্টা, কসমোপলিটন সিটি বাস্তবায়ন পরিষদ সভাপতি, ইসলামাবাদ টাউন কো- অপারেটিভ ক্রেডিট সোসাইটির পরিচালক, আনজুমানে রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া, চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, ডায়াবেটিক সমিতি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্যসহ বিভিন্ন সেবামূলক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে  জড়িত ছিলেন। -সংবাদ বিজ্ঞপ্তি