বিজনেসটুডে২৪ ডেস্ক:
চিনিকল বিক্রির সিদ্ধান্ত বাতিল এবং শ্রমিক, কর্মচারী ও আখ চাষিদের পাওনা পরিশোধসহ পাঁচ দফা দাবিতে ফরিদপুর ও নাটোরে চিনিকলের সামনে ফটক সভা করেছে শ্রমিক-কর্মচারীরা।
শনিবার (২১ নভেম্বর) সকালে অনুষ্ঠিত সভায় অবিলম্বে পাওনা পরিশোধ না করা হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দিয়েছেন ফরিদপুরের শ্রমিকরা।
নাটোরের শ্রমিকরা চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করে সব পাওনা সাত দিনের মধ্যে পরিশোধ না করলে রাজপথ-রেলপথ অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন।
ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো. হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক কাজল বসু, আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. সিনাজুল ইসলাম এবং নাটোরের সমাবেশে শ্রমিক নেতা মিজানুর রহমান, আব্দুর রশিদসহ অন্য নেতরা বক্তব্য দেন।