Home সারাদেশ রাজশাহীতে তাপমাত্রা ৭ ডিগ্রি

রাজশাহীতে তাপমাত্রা ৭ ডিগ্রি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

রাজশাহী: শীতের তীব্রতা বাড়ছে রাজশাহীতে। মাঝারি শৈত্যপ্রবাহ চললেও বাতাস ও কুয়াশা কমায় এবং সূর্য কিরণের জন্য দিনের মধ্যভাগে তাপমাত্রা বাড়ছে। বেলা গড়ালে আবারও কমছে তাপমাত্রা। আগামী মাসে শৈত্যপ্রবাহ বাড়তে পারে।

রবিবার (২৭ ডিসেম্বর) সকালে তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। প্রবাহিত হচ্ছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। ফলে ভোগান্তিতে পড়েছেন গৃহহীন ও খেটে খাওয়া ছিন্নমূল মানুষ।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাজীব খান বলেন, সকাল ৭টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা ছিল ৮ ডিগ্রিতে। সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।