কাস্টমস এক্সাইজ ও ভ্যাট এর বিদ্যমান সমস্যা এবং করণীয় শীর্ষক বিষয়ে সংবাদ সম্মেলন করেছে বি এ আর আর এন্ড এসোসিয়েটস।
সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার বখতিয়ার আহমেদ রনি।
ভ্যাটের বিদ্যমান সমস্যা তুলে ধরে বলেন সরকার অনলাইনে রিটার্ন দাখিল করার বাধ্যবাধকতা নির্ধারণ করলেও অসৎ কর্মকর্তা-কর্মচারীরা হার্ডকপি অফিসে জমা দেয়ার বিধান রেখে ব্যবসায়ীদের নিকট থেকে বিভিন্ন বাহানায় অতিরিক্ত অর্থ আদায় করছে। অনেক ক্ষেত্রে পরামর্শক নিয়োগকারী প্রতিষ্ঠানকেও হয়রানির শিকার করছে ভ্যট কর্মকর্তারা ।
তিনি রাজস্ব আদায়ের মূল সার্ভার ভিয়েতনাম থেকে সরিয়ে বাংলাদেশ স্থাপন করার জন্য সরকারের প্রতি জোর আবেদন জানান়।
অনলাইন সিস্টেম ত্রুটিমুক্ত ও আপগ্রেড করলে বর্তমান অবস্থায় শুধুমাত্র গাড়ি আমদানি আমদানিকারক প্রতিষ্ঠান বারবিডা সরকারকে অতিরিক্ত ২০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব দিতে সক্ষম বলে দাবি করেন তিনি। রাজস্ব আদায়ে ভ্যাট কর্মকর্তাদের দুর্নীতি, ব্যবসায়ীদের নিরাপত্তা বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বি এ আর এন্ড এসোসিয়েটস এর ম্যানেজার মোঃ পলাশ, আয়কর আইনজীবীসহ অন্যান্য কর্মকর্তা ।
-সংবাদ বিজ্ঞপ্তি