Home দিল্লি রাজীব গান্ধী হত্যায় অভিযুক্তরা মুক্তি পেয়েছেন

রাজীব গান্ধী হত্যায় অভিযুক্তরা মুক্তি পেয়েছেন

দিল্লি:শুক্রবার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শনিবারই জেল থেকে ছাড়া পেলেন তাঁরা। কাগজপত্র, ফাইল প্রস্তুত করা থেকে শুরু করে আনুষঙ্গিক সব সরকারি ফরমায়েসি হয়ে গেল তড়িৎগতিতে। জেল থেকে হাসি মুখে বাইরে বেরিয়ে এলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি হত্যায় অভিযুক্তরা। শুধুমাত্র আর পি রবিচন্দ্রন নামে এক অভিযুক্তর মুক্তি পেতে কিছুটা বিলম্ব হয় কাগজপত্রে কিছু সমস্যা থাকায়। তবে রাতের দিকে তিনিও ছাড়া পেয়ে গিয়েছেন বলে জেলসূত্রে খবর। তিনি বাদে বাকি ৫ অভিযুক্তই এদিন সন্ধ্যায় জেল থেকে ছাড়া পান।

ছাড়া পেয়ে অন্যতম অভিযুক্ত নলিনী শ্রীহরণ সাংবাদিকদের বলেন, নতুন জীবন ফিরে পেলেন। নলিনীর কথায়, ‘স্বামী ও মেয়ের সঙ্গে এটা আমার একটা নতুন জীবন। তামিলনাড়ুর সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই সুপ্রিম কোর্ট ও কেন্দ্রীয় সরকারকে।’

শনিবার সকালে শর্ত মেনে ভেলোরের একটি থানায় হাজিরা দেন নলিনী। এরপর নিয়ম মেনে তাঁকে ফের জেলে ফিরে যেতে যেতে হয়। বিকেলে শীর্ষ আদালতের রায় এসে পৌঁছানোর পরে সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেন ভেলোর জেলের কর্তৃপক্ষ। ছাড়া হয় নলিনীর স্বামী মুরুগানকেও।

শুক্রবারই সুপ্রিম কোর্ট রাজীব হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছ’জনকে মুক্তির নির্দেশ দিয়েছিল। তাঁদের মধ্যে নলিনী ও তাঁর স্বামী মুরুগান ছাড়াও রয়েছেন, রবিচন্দ্রন, শান্থন, রবার্ট পায়াস ও জয়কুমার। এর আগে চলতি বছরের মে মাসে সুপ্রিম কোর্ট রাজীব খুনের মামলার আর এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অভিযুক্ত পেরারিভালনকে মুক্তি দিয়েছিল।