বিজনেসটুডে২৪ প্রতিনিধি
খাগড়াছড়ি: দীঘিনালায় রাতের আঁধারে পাহাড় কেটে সাবাড় করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত হাতেনাতে ধরে চারজনকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে একটি ট্রাক জব্দ করা হয়েছে।
২৬ জানুয়ারি (বুধবার) রাতে উপজেলার মেরুং ইউপির ঝুরঝুড়ি পাড়ার আবাসন প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে মো. আবদুর রহমান, নজরুল ইসলাম, আলমগীর মিয়া ও মো. খলিলকে দুই লাখ টাকা জরিমানা ও একটি ট্রাক জব্দ করেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ফাহমিদা মুস্তফা।
তিনি জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি চক্র রাতের আঁধারে পাহাড় কাটছিল। খবর পেয়ে রাতেই উপজেলার মেরুং এলাকায় অভিযান চালানো হয়। সেখানে হাতেনাতে চারজনকে আটক করে দুই লাখ টাকা জরিমানা করা হয়। তাছাড়া মাটি পরিবহনে নিয়োজিত একটি ট্রাক জব্দ করা হয়েছে। জরিমানা না দিলে বিকল্প হিসেবে তাদের তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর বিধান লংঘন করে পাহাড় কাটায় তাদের এই জরিমানা করা হয়েছে জানিয়ে ইউএনও বলেন, প্রশাসন আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।