Home শিক্ষা রাত ১২ টায় শেষ হচ্ছে ঢাকা ভার্সিটির ভর্তি আবেদন

রাত ১২ টায় শেষ হচ্ছে ঢাকা ভার্সিটির ভর্তি আবেদন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন বুধবার (৩১মার্চ ) রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হচ্ছে। এরপর এ বছরের জন্য এ প্রক্রিয়ায় বন্ধ হয়ে যাবে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেল ৪টা পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। সামনের ১ মে বিকেল ৩টা থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগ পর্যন্ত ভর্তিচ্ছুরা প্রবেশপত্র নামিয়ে নিতে পারবেন।

অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, বুধবার রাতে আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। ৮ এপ্রিল পর্যন্ত ভুল সংশোধন করার সুযোগ থাকছে। তবে নির্ধারিত সময়ের পর আর কোনো আবেদন গ্রহণ হবে না। কারিগরি ত্রুটির কারণে আবেদন কয়েকদিন বন্ধ থাকলেও এখন তেমন চাপ নেই। শেষ সময়ে আবেদনও পড়েছে কম।