চন্দনাইশ, চট্টগ্রাম:স্বেচ্ছাসেবী সংঘটন স্বপ্নবিলাস বিদ্যানিকেতন এর উদ্যোগে চন্দনাইশে প্রথম বারের মতো রান ফর চন্দনাইশ অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার।
এতে দেশের নানান প্রান্ত থেকে তিন শতাধিক রানার অংশগ্রহণ করে। নারী পুরুষ, বয়োবৃদ্ধ, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এই ম্যারাথনে অংশ নেন। চট্টগ্রামের চন্দনাইশস্থ বরকল এস জেড উচ্চ বিদ্যালয় হতে শুরু হয়ে সূচিয়া, চন্দনাইশ সদর হয়ে গাছবাড়িয়া কলেজ মাঠে গিয়ে ১০ কিলোমিটার এর এই ম্যারাথন শেষ হয়।
স্বপ্নবিলাস বিদ্যানিকেতন এর সদস্য মোহাম্মদ আনিসুর রহমান ও আদনানুর রশিদ এর সঞ্চালনা এবং সংগঠনটির উদ্যোক্তা মোহাম্মদ সাইফুদ্দীন এর সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন পিপিআরসি চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

প্রধান আলোচক ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর সি.ই.ও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ সমিতি চট্টগ্রাম এর সাধারন সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমেরিকা প্রবাসী প্রকৌশলী নাসিমুল গনি, বিজিসি ট্রাস্ট মেডিকেলের পরিচালক ডা. এ কে এম আরিফ উদ্দিন আহমেদ, স্বপ্নবিলাস বিদ্যানিকেতন এর উপদেষ্টা ক্যাপ্টেন আতিকুল্লাহ খাঁন, উপদেষ্টা ফয়সাল ভূইয়া সজিত, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. দেলোয়ার সহ প্রমুখ।
শারীরিক ও মানসিকভাবে প্রত্যেকটা মানুষকে ফিট থাকার জন্য এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপজেলা পর্যায়ে এই ধরনের আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন অতিথিরা।
-সংবাদ বিজ্ঞপ্তি