বিজনেসটুডে২৪ ডেস্ক
নানা টালবাহানার পর বিক্ষুব্ধ বিশ্ব মুসলিম নাগরিকদের চাপে রাফাহ সীমান্ত খুলে দিল মিশর৷ তবে শরণার্থীদের জন্য নয়৷ মানবিক ত্রাণ নিয়ে রাফাহ সীমান্তে ঢুকেছে কয়েকটি ট্রাক।
ভিডিয়ো ফুটেজে দেখা গেছে, মিশর থেকে ট্রাকগুলো সীমান্ত পার হচ্ছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশ ও বের হওয়ার প্রধান পথ হচ্ছে রাফাহ। মিশর সীমান্ত দিয়ে ট্রাকগুলো গাজার বাসিন্দাদের কাছে মানবিক ত্রাণ পৌঁছে দেবে।
গাজায় ২৩ লাখ মানুষের বসবাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বলেছে, ২০টি ট্রাকে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, খাবার নিয়ে গাজায় ট্রাকগুলো ঢুকছে।
এর আগে রাষ্ট্রসংঘ জানিয়েছে, রাফাহ সীমান্তে অন্ততপক্ষে ২০০টি ট্রাক ৩০০০ টন ত্রাণ নিয়ে অপেক্ষা করছে৷ কিন্তু সেগুলো ঢুকতে দিচ্ছে না মিশর৷ ইসরাইলের চাপ রয়েছে তাদের উপর৷
ক্রসিংয়ের রাস্তা বোমা মেরে অচল করে দিয়েছে যায়নবাদীরা৷ সেই রাস্তা মেরামত করার পর ট্রাক ঢুকছে বলে জানিয়েছে মিশর৷
ইসরাইল মানবিক সাহায্য পৌঁছাতে দিতে চায় না গাজায়৷ সেখানে তারা কারবালা তৈরি করতে চায়৷
বাইডেন বুধবার এসেই জানিয়েছিল, রাফাহ সীমান্ত খুলে দেওয়া হবে৷ সেটা যে নিছকই কথার কথা তা বোঝা গেল৷ বাইডেনের ‘আদেশের’ চারদিন পর সীমান্ত খুলল মিশর৷
এদিকে রাষ্ট্রসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা জানিয়েছে, যে ক’টি ত্রাণবাহী ট্রাক ঢুকেছে তা সিন্ধুতে বিন্দু মাত্র৷ এতে লক্ষ লক্ষ গাজাবাসীর সামান্য উপকার হতে পারে৷ অন্ততপক্ষে ২০০০ ট্রাক ত্রাণ প্রয়োজন গাজাতে৷