Home Uncategorized রাফি হত্যা: মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে ১৬ আসামির জেল আপিল

রাফি হত্যা: মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে ১৬ আসামির জেল আপিল

নুসরাত জাহান রাফি

বহুল আলোচিত ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেছেন ১৬ আসামি। কনডেম সেলে বন্দি ১৬ জন কারা কর্তৃপক্ষের মাধ্যমে এ জেল আপিল করেন।

আপিলে খালাস চেয়েছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মো. সাইফুর রহমান।

তিনি বলেন, ‘মঙ্গলবার বিকালে জেল আপিলের আবেদনটি সুপ্রিম কোর্টে এসেছে’। ফেনীর জেলার দিদারুল আলম বলেন, রায়ের কপি হাতে পাবার পর ১৬ জন আসামি জেল আপিল করেছেন।

জানাযায়, ফেনী জেলা কারা কর্তৃপক্ষের মাধ্যমে তাদের করা জেল আপিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় পৌঁছে। জেল আপিল ছাড়াও নিয়মিত আপিল করার সুযোগ পাবেন আসামিরা। এদিকে জেল আপিল করার পর আসামিদের ফেনীর কারাগার থেকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়। ১৬ আসামিই ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়ে কনডেম সেলে আছেন।

আসামিরা আপিল করায় পেপারবুক তৈরি হলে ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ) ও আসামিদের জেল আপিলের শুনানি হবে। তবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার। এর আগে ২৯ অক্টোবর রাফি হত্যা মামলার বিচারিক আদালতের ডেথ রেফারেন্স ও রায়ের নথি পৌঁছে হাইকোর্টে।

গত ২৪ অক্টোবর রাফি হত্যা মামলায় ১৬ আসামির মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের রায় দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ।

এরা হলেন- সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ সিরাজ উদ দৌলা, নূর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদ আলম, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, হাফেজ আব্দুল কাদের, আবছার উদ্দিন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা, আব্দুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মোহাম্মদ শামীম, মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি রুহুল আমীন ও মহিউদ্দিন শাকিল।