Home পরিবেশ রামগড়েও বন্ধ ৩ ইটভাটা

রামগড়েও বন্ধ ৩ ইটভাটা

মোঃমাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) থেকে: রামগড়ে ৩ ইটভাটা মালিককে জরিমানা করা হয়েছে। বুধবার ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন। হাইকোর্টের নির্দেশ অমান্য করে  ভাটা চালু রাখায় জরিমানা করা হয়েছে।
 রামগড় উপজেলা নির্বাহী অফিসার, রামগড় ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেনে। ইটভাটাগুলো হল:  নুরজাহান ব্রিকস, নুরুল ইসলাম ব্রিকস ও হাজেরা ব্রিকস। প্রত্যেককে  ১ (এক) লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাত জানান ইটভাটার মালিকরা হাইকোর্টের নির্দেশ অমান্য করে  ইট পোড়ানোসহ  শ্রমিকদের  কাজ চলমান রেখেছেন। অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম‍্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয় এবং  ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।