রামগড়(খাগড়াছড়ি) থেকে মো. মাসুদ রানা: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে উপজেলা টাউন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী। উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাতের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মফিজুর রহমান, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা অফিসার বাবুল প্রমুখ।
সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ রামগড় উপজেলায় তালিকাভুক্ত ১০৯ জন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যের আর্থিক সন্মাননা প্রদান করেন।
এর পূর্বে সকাল ৮.৩০ মিনিটে পুলিশ -আনসার ভিডিপি-স্কাউটস গার্লস গাইড,শিশু -কিশোর, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছত্রী, যুব সংগঠনদের কুচকাওয়াজ,শরীরচর্চা প্রদর্শনী ও শিশু কিশোর শিক্ষার্থীদের ক্রীড়া অনুষ্ঠান হয় রামগড় সরকারি উচ্চ বিদালয় মাঠে।
সন্ধ্যায় রামগড় লেকস্থ বিজয় ভাস্কর্যের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।