Home First Lead রাশিয়ার তেল আমদানি বন্ধ করে দিচ্ছে পশ্চিমা দেশগুলো

রাশিয়ার তেল আমদানি বন্ধ করে দিচ্ছে পশ্চিমা দেশগুলো

বিজনেসটুডে২৪ ডেস্ক

রাশিয়া -ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। সোমবার আমেরিকার পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিনকেন জানান, রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করার কথা ভাবছে আমেরিকা ও অন্যান্য পশ্চিমী দেশ। এর পরেই তেলের দাম বেড়ে পৌঁছয় ২০০৮ সালের স্তরে।

সংবাদ সংস্থা জানায়, অদূর ভবিষ্যতে তেলের বাজারে সংকট সৃষ্টি হতে পারে। তেলের প্রতি ব্যারেলের দাম হতে পারে ৩০০ ডলার পর্যন্ত। যুদ্ধের জেরে রাশিয়া-জার্মানি গ্যাস পাইপ লাইনও বন্ধ করা হতে পারে।

রাশিয়ার উপ প্রধানমন্ত্রী আলেকজান্দার নোভাক বলেন, “আন্তর্জাতিক মহল যদি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে দেয়, তাহলে বিপর্যয় দেখা দেবে। প্রতি ব্যারেল তেলের দাম বাড়বে অভুতপূর্ব হারে। এমনকি তা ৩০০ ডলার ছাড়িয়ে যাওয়াও অসম্ভব নয়।”

নোভাকের দাবি, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করলে ইউরোপের বিভিন্ন দেশ যে বিপর্যয়ের মুখে পড়বে, তার ধাক্কা সামলাতে সময় লাগবে এক বছর। তেল কিনতে হবে আগের চেয়ে অনেক বেশি দামে। তেলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে অন্যান্য পণ্যের দাম।

জানা যায়, রাশিয়ার অর্থনীতিকে ধাক্কা দেওয়ার জন্য পশ্চিমী দেশগুলি সেদেশ থেকে তেল আমদানি বন্ধ করার কথা ভাবছে। রাশিয়া মঙ্গলবার পাল্টা হুমকি দিয়েছে, সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে এক ব্যারেল তেলের দাম বেড়ে ৩০০ ডলার  হতে পারে ।

সোমবার ব্রেন্ট ক্রুড অয়েলের এক ব্যারেলের দাম ছিল ১৩৯ ডলার । আমেরিকা থেকে অপরিশোধিত তেল রফতানি করা হয়েছে প্রতি ব্যারেল ১১৯.৮৬ ডলার দরে।

তেলের পাশাপাশি নিকেল ও অন্যান্য পণ্য কেনার জন্যও আগ্রহ দেখিয়েছেন ব্যবসায়ীরা। ইউক্রেনে রাশিয়ার হানাদারি না থামায় অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক বাজারে। অনেক ব্যবসায়ীই প্রয়োজনীয় পণ্য আগে থেকে কিনে রাখতে চাইছেন।

 

Oil Price