বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: রাশিয়ায় আলু রপ্তানি শুরু হচ্ছে।
বিদেশে কৃষি ও কৃষিজাত পণ্য রপ্তানির মধ্যে আলু রপ্তানিই সবচেয়ে বেশি হয়। রশিয়ায় চাহিদা প্রচুর। রপ্তানিও হতো। কিন্তু ব্রাউন রড-এর কারনে রাশিয়া আলু নেয়া বন্ধ করে দিয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ( গবেষণা অনুবিভাগ ) কমলারঞ্জন দাশ বিজনেসটুডে২৪ কে জানিয়েছেন, রাশিয়ায় আলু রপ্তানি শুরুর প্রয়োজনীয় কার্যক্রম নেয়ার জন্য এ্যাকশন প্ল্যান প্রস্তুত করা হচ্ছে। মার্চের প্রথম সপ্তাহে মন্ত্রণালয়ে সভা আহ্বান করা হয়েছে এ ব্যাপারে ।
আলুর উৎপাদন বছরে ৫ দশমিক ১৯শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। এক কোটি টন ছাড়িয়েছে উৎপাদন। বিশ্বে সপ্তম অবস্থানে বাংলাদেশ। কয়েক বছর ধরেই ৪ লাখ ৫০ হাজার হেক্টরের বেশি জমিতে আলুর আবাদ হচ্ছে।
সৌদি আরব, মালয়েশিয়া, শ্রীলংকাসহ কয়েকটি দেশে রপ্তানি হয়। সুযোগ আছে আরও অনেক দেশে রপ্তানির। ভারতের সঙ্গে অসম প্রতিযোগিতা আলু রপ্তানি কম হওয়ার বড় কারণ মনে করেন রপ্তানিকারকেরা।
বাংলাদেশ ও ভারতে একই সময়ে আলু তোলা হয় বলে দুই দেশ থেকে রপ্তানিও হয় প্রায় একই সময়ে।
ডায়মন্ড, কামবিকা, গ্রানোলা, কার্টিনাল, ম্যানিলা জাতীয় আলুর বেশি চাহিদা রয়েছে বিদেশে।