Home First Lead রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন মাজেদের

রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন মাজেদের

বঙ্গবন্ধুর খুনি মাজেদ

বিজনেসটুডে ২৪ প্রতিনিধি

ঢাকা: প্রাণভিক্ষার জন্য কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় তিনি প্রাণভিক্ষার আবেদন করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন সিনিয়র কর্মকর্তা  বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, বিকালে কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন।  আবেদনটি প্রোপার চ্যানেলে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যু দণ্ডপ্রাপ্ত এই আসামিকে সোমবার দিবাগত রাতে  গ্রেফতারের পর মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে  ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। আদালতে পেশ করার পর তার মামলার সমস্ত নথি দেখে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারের পর মাজেদ জানান, তিনি ২৪-২৫ বছর ধরে ভারতের কলকাতায় অবস্থান করছিলেন। সেখান থেকে তিনি নিজেই বাংলাদেশে এসেছেন। তবে কবে এসেছেন সে সম্পর্কে কিছু বলেননি তিনি।