Home সারাদেশ রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

বান্দরবান: সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে বান্দরবানে হেফাজতে ইসলামের দুই সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ও চাকঢালা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি আলমগীর হোসেন জানান, গ্রেপ্তার দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছিল। আটকের পর তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী গ্রামের বাসিন্দা মৃত জয়নাল আবেদীনের ছেলে হাফেজ এইচএম হামিদুর রহমান (২৭) এবং নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা এলাকার মৃত মকবুল আহমদের ছেলে অলি আহমদ (২৬)।

আটকের পর তাদের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আদালতে পাঠানো হয়। আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয়রা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে হেফাজতে ইসলামের দুই সমর্থককে বাইশারী এবং চাকঢালা থেকে আটক করেছে পুলিশ।