Home খেলাধুলা রাস্তায় অটোচালকের সাথে তর্কে জড়িয়ে রাহুল দ্রাবিড়

রাস্তায় অটোচালকের সাথে তর্কে জড়িয়ে রাহুল দ্রাবিড়

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ডেস্ক: মঙ্গলবার সন্ধ্যায় বেঙ্গালুরুর রাস্তায় মেজাজ হারিয়ে অটোচালকের সাথে তর্কে জড়িয়ে পড়লেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার, ভারতীয় দলের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়।

রাহুল দ্রাবিড়ের গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয় অটো। তা থেকে বিপত্তি। তর্কে জড়িয়ে গেলেন রাহুল। সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, দ্রাবিড় ইন্ডিয়ান এক্সপ্রেস জংশন থেকে হাই গ্রাউন্ডের দিকে যাচ্ছিলেন। বেঙ্গালুরুর কানিংহাম রোডে যানজটে আটকে থাকা অবস্থায় অটোচালক পিছন থেকে তাঁর গাড়িতে ধাক্কা দেন বলে অভিযোগ।

বিষয়টি  কথাকাটাকাটির পর্যায়েই সীমাবদ্ধ থাকে এবং শেষে তেমন কোনও অভিযোগ ছাড়াই দ্রাবিড় সেখান থেকে চলে যান। তবে যাওয়ার আগে রাহুল সংশ্লিষ্ট অটো ড্রাইভারের কন্টাক্ট নম্বর ও গাড়ির নম্বর নিয়ে যান। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ। তবে দুর্ঘটনায় গাড়ির কেউ আহত হয়নি।