সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী থেকে: রায়পুরার মুছাপুর ইউনিয়নের গৌরীপুর পাঠানবাড়ি এলাকায় দু’দফায় ৪০টি বাড়িতে হামলা ও ভাংচুর হয়েছে।
শুক্রবার বিকেলে এবং শনিবার ভোরে হামলা হয়েছে। বিবাদমান দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে অগ্নিসংযোগ ও পোস্টার ছিড়ে ফেলাকে ঘিরে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে যে বিরোধের সূত্রপাত হয় তার জের ধরে শুক্রবার বিকালে প্রথম দফায় এবং শনিবার ভোরে দ্বিতীয় দফায় পাঠানবাড়ীর লোকজনের অন্তত ৪০টি বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন।
জানা যায়, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে অগ্নিসংযোগ ও পোস্টার ছিড়ে ফেলাকে ঘিরে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে যে বিরোধের সূত্রপাত হয় তার জের ধরে শুক্রবার বিকালে প্রথম দফায় এবং শনিবার ভোরে দ্বিতীয় দফায় পাঠানবাড়ীর লোকজনের অন্তত ৪০টি বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন।
ঘটনায় ক্ষতিগ্রস্ত খোশেদা বেগম, আপেল মিয়ার স্ত্রী হাফেজা বেগম, সেলিম মিয়ার স্ত্রী শেফালি আক্তার, জামাল মিয়ার স্ত্রী লিপি বেগম, রবেল মিয়ার স্ত্রী নাহিদা আক্তার, আলআমিনের স্ত্রী প্রিয়া আক্তার সহ আরো অনেকেই জানান, বর্তমান চেয়ারম্যান সমর্থক আল মামুনের নির্দেশে খোদাবক্স ও মোল্লা বাড়ির লোকজন ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে তাদের অন্তত ৪০টি বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে। এসময় হামলাকারীরা ঘরের ভিতর থেকে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
আল মামুনের সাথে কথা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচনকালীন সময়ে যে তুচ্ছ ঘটনা ঘটেছিল সেখানে আমাদের কিছু লোকজন জড়িত ছিল, কিন্তু আজকের ঘটনার সাথে আমি এবং আমার লোকজন জড়িত নই। তবে পাঠান বাড়ীর লোকজন মোল্লা বাড়ীর মোশারফকে ছুরিকাঘাত করে। পরে হয়তো বা তারা এসব ঘটিয়েছে।
এ ব্যাপারে রায়পুরা থানার ওসি তদন্ত গোবিন্দ সরকার বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।