Home জাতীয় রিটার্ন জমার সময় একমাস বাড়লো

রিটার্ন জমার সময় একমাস বাড়লো

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: আয়কর রিটার্ন দাখিল করার সময় বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড( এনবিআর )। তা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর করা হয়েছে।

এনবিআর মঙ্গলবার এই তথ্য জানিয়েছে গণমাধ্যমকে। ইতিপূর্বের ঘোষণা অনুসারে রিটার্ন দেয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর।

কয়েক বছর আগেও প্রতিবার রিটার্ন জমার সময় বাড়ানো হতো; কিন্তু ২০১৬ সালে আয়কর অধ্যাদেশে পরিবর্তন এনে ৩০ নভেম্বর জাতীয় কর দিবসের পর রিটার্ন জমা না নেওয়ার সিদ্ধান্ত হয়। সময় বাড়ানোর পথটি বন্ধ হয়ে যায়। তবে আবার সেই সময় বাড়ানো হলো।

বর্তমানে দেশে প্রায় ৬৮ লাখ কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) আছেন। তাদের মধ্যে ২৫ লাখের মতো টিআইএনধারী করদাতা রিটার্ন দেন।