বিজনেসটুডে২৪ ডেস্ক: ভালোবেসে আপনার দিকে এমন তাকালো প্রেমিকা সব চিন্তা ভাবনা গুবলেট হল মুহূর্তের মধ্যে। তবে এই প্রেমিকা যদি মানবী না হয়! না ভুত-প্রেতের প্রেমে পড়ার কথা বলছি না, তবে প্রেমিকা রোবট হতে পারে বইকি। আর সেই রোবট প্রেমিকার মায়াবী দৃষ্টিও কিন্তু বুকে ঝড় তুলতে পারে আপনার।
না কল্পবিজ্ঞানের গল্প নয় বাস্তবেই নাকি এমনটা সম্ভব বলে জানিয়েছে ‘রিয়েল বোটিক্স’ নামক একটি আমেরিকান সংস্থা। সম্প্রতি তাঁরা ‘আরিয়া’ নামে একটি এআই রোবট তৈরি করেছে। তাঁদের দাবি, এই রোবটটিকে তৈরি করার সময় এটির মুখের অভিব্যক্তিগুলো যাতে একদম আসল আনুষের মত হয়, সেটির ওপর প্রচুর কাজ করেছেন তাঁরা। ফলে এই আরিয়া কিন্তু আপনার সঙ্গে তেমনভাবেই আচরণ করতে সক্ষম যেমনটা করে আপনার রক্তমাংসের প্রেমিকা।
অর্থাৎ, সে রাগ দেখাবে, ভালোবাসবে, আপনার সঙ্গে খুনসুটিতে হাসির ফোয়ারা ছোটাবে। আবার আপনার মনখারাপে মন দিয়ে শুনবে আপনার কথা,বাতলে দিতে পারে সমাধানও।
লাস ভেগাসের একটি ইলেকট্রনিক্স-শোতে প্রকাশ্যে আনা হয়েছে ‘আরিয়া’ নামক এই রোবট গার্লফ্রেন্ডকে। তবে একাকিত্বের দাওয়াই এই রোবট প্রেমিকা কিন্তু বেশ হাই-মেইটেনেন্সও বটে। অর্থাৎ আরিয়ার দাম কিন্তু বেশ ভালরকমের রাখা হয়েছে, ১ লক্ষ ৭৫ হাজার মার্কিন ডলার( ভারতীয় মুদ্রায় প্রায় দেড় কোটি টাকা)।
বর্তমানের নাগরিক জীবনে যান্ত্রিকতার বাড়বাড়ন্তে, যেভাবে পাল্লা দিয়ে মানুষকে রোবটের মতো থুড়ি রোবটকে মানুষের মতো বানানোর জোর চেষ্টা চলছে, তাতে অদুর ভবিষ্যতে আমাদের চারপাশে চলে ফিরে বেড়ানো চেহারাগুলির মধ্যে যন্ত্র-মানুষের ভেদাভেদ খালি চোখে ধরা পড়বে কি আর-এই প্রশ্ন উঠেছে।