বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা:আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) এ ২০২১-২০২৩ মেয়াদের জন্য সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্ধারিত পদের বেশি বৈধ প্রার্থী না থাকায় মনোনয়নপত্র জমা দেয়া সব প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে বলে রিহ্যাব জানিয়েছে।
আলমগীর শামসুল আলামিন কাজল আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি ২০১৪ সাল থেকেই এ পদে । তিনি ‘শামসুল আলামিন রিয়েল এস্টেট’ এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।
আগামী মেয়াদে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন হামিদ রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাবুল হামিদ, আর প্রথম সহসভাপতি হয়েছেন স্কাইরোজ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক কামাল মাহমুদ।
ঢাকা থেকে কেন্দ্রীয়ভাবে ২৬ জন ও চট্টগ্রাম রিজিয়ন থেকে তিন জন পরিচালক নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে সাত জনকে অফিস বেয়ারার পদে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
এ ছাড়া সহসভাপতি-২ পদে নজরুল ইসলাম দুলাল, সহসভাপতি-৩ লায়ন শরীফ আলী খান, সহসভাপতি (ফিন্যান্স) প্রকৌশলী মুহাম্মদ সোহেল রানা ও সহসভাপতি (চট্টগ্রাম) আবদুল কৈয়ুম চৌধুরী নির্বাচিত হয়েছেন।
সংগঠনটির পরিচালক নির্বাচিত হয়েছেন- নাইমুল হাসান, রমজানুল হক নিহাদ, মাহির আলী খাঁন রাতুল, প্রকৌশলী মো. আল-আমিন, শহীদ রেজা, প্রকৌশলী এম. রুহুল আমিন, সৈয়দ জোনায়েদ আনোয়ার, মাসুদ মনোয়ার, প্রকৌশলী আবুল খায়ের সেলিম, মাসুদা সিদ্দিক রোজী, দিদারুল হক চৌধুরী, রতন কুমার দত্ত, ডা. এ এফএম কামাল উদ্দিন, মো. কামরুল ইসলাম, হামিম আহমেদ চৌধুরী তুহিন, কামরুল ইসলাম, সেলিম রাজা পিন্টু, এসএম এমদাদ হোসেন, সুলতান মাহমুদ, মাহবুব সোবহান জালাল তানভির, রাগিব আহসান ও প্রকৌশলী এনএম নূর কুতুবুল আলম।