বিজনেসটুডে২৪ প্রতিনিধি
বান্দরবান: রুমা উপজেলার পাইন্দুতে শনিবার (৫মার্চ) রাতে সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসী সংগঠন জেএসএসের মধ্যে দুই পক্ষের গোলাগুলিতে ৪ জন নিহত হয়েছে। জেএসএসের সশস্ত্র কমান্ডারও চাঁদা কালেক্টর উনুমং মারমা নিহতের জেরে এ ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
রবিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বান্দরবানের রোয়াংছড়ির মংবাতং এলাকায় সাঙ্গু নদীর তীরে ঐ চার জনের গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়। লাশ উদ্ধার করে থানায় এনে বাকি আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান রোয়াংছড়ি থানা পুলিশ।
বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার জানান, বান্দরবানের রুমার পাইন্দু ইউনিয়নে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীর দুই পক্ষের মধ্যে গোলাগোলিতে ৪ জন নিহত হয়েছে। আজ সকালে রোয়াংছড়ির নদীর পাড়ে চার জনের লাশ পড়ে আছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের কোন আত্মীয় না আসায় এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার পর থেকে এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে,। জেলার রোয়াংছড়ি উপজেলায় একের পর এক হত্যাকান্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা।