Home First Lead রুশ হানার মুখে ৮ লাখ মানুষ শহরছাড়া

রুশ হানার মুখে ৮ লাখ মানুষ শহরছাড়া

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

রুশ হানার মুখে খেরসন ও অন্যান্য শহর ছেড়ে পালিয়েছেন ৮ লক্ষ ৩৬ হাজার মানুষ । ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী টুইটার ও অন্যান্য বৃহৎ কোম্পানির কাছে আবেদন জানিয়েছেন, তারা যেন রাশিয়াকে শাস্তি দেয়। তাঁর কথায়, “আমরা বৃহৎ কোম্পানিগুলির সাহায্য চাই। আধুনিক প্রযুক্তির সাহায্যে ট্যাঙ্ক, রকেট লঞ্চার ও মিসাইলকে পরাজিত করা যাবে।”

ইউক্রেনের খেরসন শহর দখল করে নিয়েছে রাশিয়া । বুধবার একথা স্বীকার করেছে ইউক্রেন প্রশাসন। এক সপ্তাহ আগে ওই শহরে হানা দিয়েছিল রুশ সেনা। ফ্রান্সের এক সংবাদ সংস্থা জানিয়েছে, মারিউপুল নামে একটি শহরকেও ঘিরে ফেলেছে রাশিয়া । আজভ সাগরের তীরে অবস্থিত ওই শহরটি একটি গুরুত্বপূর্ণ নৌ-বন্দর )। যুদ্ধের মধ্যেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলিনস্কি কিয়েভেই রয়েছেন। তিনি অভিযোগ করেন, ইউক্রেনীয়দের ‘মুছে ফেলতে’ চাইছে রাশিয়া। তাদের দেশ ও ইতিহাসকে একবারে ধ্বংস করতে চাইছে।

রাশিয়া ইউক্রেনে হানা দেওয়ার পরে ২ হাজারের বেশি নিরীহ মানুষ মারা গিয়েছেন। ইউক্রেনের আপৎকালীন পরিষেবা দফতর জানিয়েছে, রুশ গোলায় ধ্বংস হয়েছে একাধিক হাসপাতাল, কিন্ডারগার্টেন স্কুল ও আবাসন। মারা গিয়েছে অন্তত ৪৯৮ জন রুশ সেনা। বৃহস্পতিবার সম্ভবত ফের ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে চলেছে রাশিয়া। একটি সূত্রে জানা গিয়েছে, বেলারুশ-পোল্যান্ড সীমান্তে দুই দেশের প্রতিনিধি আলোচনায় বসবেন।

ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দ্রুত ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিয়েছে ভারত। বৃহস্পতিবার ভারতীয় বায়ুসেনার বিমানে ফিরিয়ে আনা হয়েছে ৬৪৮ জনকে। বুধবার পুতিনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অনুরোধ করেন, আটকে পড়া ভারতীয়দের যেন নিরাপদে ফেরার সুযোগ দেওয়া হয়।