Home সারাদেশ রূপসায় ২১৫ ভূমিহীন পরিবার ঘর পাচ্ছে রবিবার

রূপসায় ২১৫ ভূমিহীন পরিবার ঘর পাচ্ছে রবিবার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

খুলনা: রবিবার (২০ জুন ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের কার্যক্রমের দ্বিতীয় পর্যায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শুভ উদ্বোধন করবেন।
খুলনা-৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী সকাল ৯ টায় জুম এ্যাপের মাধ্যমে সংযুক্ত হয়ে মতবিনিময় করবেন।

রূপসা উপজেলার ২১৫ টি ঘরের ফোল্ডার (কবুলিয়ত ও খতিয়ান) হস্তান্তর করা হবে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি খাস জমির উপর এসব ঘর নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ১ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে প্রতিটি ঘর নির্মাণ করা হয়েছিল আর দ্বিতীয় পর্যায়ে ঘরগুলোর ব্যয় ধরা হয়েছে প্রতিটির জন্য ১ লক্ষ ৯০ হাজার টাকা। ঘরগুলোর ডিজাইন একটু অন্যরকম দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকরভাবেই গড়ে তোলা হয়েছে। যার ৪৩৫ বর্গফুটের প্রতিটি ঘরে রয়েছে ২টি বেডরুম, টয়লেট, রান্নাঘর ও একটি বারান্দা । ঘর ও আশপাশের জমি মিলিয়ে ২ শতক জমি দেওয়া হবে এসব ভূমি ও গৃহহীন প্রতিটি পরিবারকে।