Home কক্সবাজার নাফ নদীর মোহনায় ধরা পড়লো বিশালকায় বোল মাছ

নাফ নদীর মোহনায় ধরা পড়লো বিশালকায় বোল মাছ

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: আজ রবিবার শাহপরীর দ্বীপ ঘোলার চর এলাকা সংলগ্ন নাফ নদীর মোহনায় ধরা পড়েছে বিরল প্রজাতির  বিশালকায় বোল মাছ। ওজন ১৯৪ কেজি। শাহপরীর দ্বীপের স্থানীয় বাসিন্দা কালু ফকিরের মালিকানাধীন টানা জালে বিশাল আকারের এই মাছটি ধরা পড়ে।

স্থানীয় ভাষায় এই মাছটি ‘বোল’ মাছ হিসেবে নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম রেইয়ামেস বোল। বিরল প্রজাতির এ মাছটি সব সময় পাওয়া যায় না। সাধারণত এখানে এত বড় মাছ ধরা পড়ে না। তবে শীত মৌসুমে ৫ থেকে ১৫ কেজি ওজন পর্যন্ত ভোল মাছ জেলেদের জালে আটকা পড়ে।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ বা আইইউসিএনের লাল তালিকায় রেইয়ামেস বোলকে রাখা হয়েছে ‘ন্যূনতম বিপদগ্রস্ত’ ক্যাটাগরিতে। এর মানে হল, সবচেয়ে কম বিপদগ্রস্ত; সহজেই দেখা যায় ও ব্যাপকভাবে বিস্তৃত প্রজাতিগুলো এ বিভাগের অন্তর্গত।

শাহপরীর দ্বীপ ট্রলার মালিক সমবায় সমিতির সভাপতি মো. হাসান জানান, রবিবার সকালের দিকে শাহপরীর দ্বীপ ঘোলার চর এলাকা সংলগ্ন নাফ নদীর মোহনায় জেলেরা টানা জাল ফেলে। জাল ফেলার এক ঘন্টা অতিবাহিত হওয়ার পর জেলেরা জালটি টানতে থাকে। অবশেষে ছোট ছোট মাছের সাথে বিশাল আকারের এই  বড় বোল মাছটি জালে আটকা পড়ে। এরপর জেলেরা সবাই মিলে মাছটিকে রশি দিয়ে বেঁধে টেনে উপকুলে নিয়ে আসতে সক্ষম হয়। উপকুলে নিয়ে আসার পর মাছটি দেখার জন্য স্থানীয়দের ভিড় জমে উঠে।

মাছটি ওজন ১৯৪ কেজি হয়েছে। জালের মালিক মাছটির দাম হাঁকিয়েছে ৩ লাখ টাকা। স্থানীয় মাছ ব্যবসায়ী নুরুল আলম ২ লাখ ৬০ হাজার টাকায় মাছটি কিনেছেন।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন স্থানীয় জেলেরা সামুদ্রিক মাছ ধরার ওপর বিভিন্ন ধরনের সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করেছেন, বিধায় জেলেদের জালে বড় আকারের মাছ ধরা পড়ছে।

জানা গেছে, সোমবার সকালে টেকনাফ পৌর শহরের মাছ বাজারে মাছটি কেটে কেজি হারে বিক্রি করা হবে বলে মাইকিং করা হচ্ছে। প্রতি কেজি দেড় হাজার টাকা বিক্রি করা হবে বলেও জানান মাছ ব্যবসায়ী।