Home First Lead ১৫ দিনে রেমিট্যান্স ১০০ কোটি ডলার

১৫ দিনে রেমিট্যান্স ১০০ কোটি ডলার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ৮৬ লাখ ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১০ হাজার ৮৯৩ কোটি টাকা (প্রতি ডলার ১০৮ টাকা ধরে)। চলমান ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগের এক প্রতিবেদনে এ চিত্র পাওয়া গেছে। চলতি অর্থবছরের টানা দুই মাস ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স বৈধপথে পাঠিয়েছেন প্রবাসীরা। সাম্প্রতিক সময়ে ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন ও সরকারের নগদ সহায়তা বৈধপথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উদ্বুদ্ধ করছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ১৪ কোটি ৫ লাখ ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৮৪ কোটি ৮৩ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৪ লাখ ডলার আর বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৬৪ লাখ ডলার। বরাবরের মতোই এ সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ইসলামি ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন ২২ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের পরামর্শে গত ১১ সেপ্টেম্বর ডলারের একক দর নির্ধারণ করে ব্যাংকের শীর্ষ নির্বাহীরা। আর অভিন্ন দর কার্যকর করতে গিয়ে সে অনুযায়ী ওই দিন থেকেই প্রবাসীদের কাছ থেকে সর্বোচ্চ ১০৮ টাকা দরে ডলার কেনা হচ্ছে। রফতানি আয় নগদায়ন করা হচ্ছে সর্বোচ্চ ৯৯ টাকা দরে। আর আমদানিতে একক দর নির্ধারণ করা হয় সর্বোচ্চ ১০৪ টাকা ৫০ পয়সা। ১১ সেপ্টেম্বর থেকে একক দর কার্যকর করতে রেমিট্যান্স ও রফতানি আয়ের ডলারের মূল্য ১০৮ টাকা ও ৯৯ পয়সায় নামিয়ে আনা হয়েছে। কিন্তু আমদানি পর্যায়ে একক দর অর্থাৎ ১০৪ টাকা ৫০ পয়সা এখনো কার্যকর করা হয়নি। গতকালও ব্যাংকভেদে আমদানিতে ডলার লেনদেন হয় সর্বোচ্চ ১০৯ টাকা দরে।