Home Third Lead রেলওয়েতে চালু হচ্ছে অনলাইন রিফান্ড

রেলওয়েতে চালু হচ্ছে অনলাইন রিফান্ড

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: বাংলাদেশ রেলওয়েতে অনলাইন রিফান্ড শুরু হচ্ছে। সাধারণ ছুটির পর অফিস খুললে মান্ধাতা আমলের সেই পদ্ধতির বদলে আধুনিক ব্যবস্থায় উত্তরণের উদ্যোগ নেয়া হবে।

রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন আজ বৃহস্পতিবার ফেসবুক স্ট্যাটাসে এ ব্যাপারে আভাস দিয়েছেন।

রেলভ্রমণে অনলাইন টিকেট করার পদ্ধতি চালু হয়েছে বেশ আগে। ঘরে বসে বিকাশ একাউন্ট থেকে বা ডেবিট কার্ড দিয়ে টিকেট করা যায়। খুব সুবিধা এটা। কিন্তু যাত্রা বাতিল করে টিকেটের মূল্য ফেরত নিতে হলে আবার সেই দুর্ভোগ। যেতে হবে স্টেশনে কাউন্টারে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা এবং ফিরে আসার দুর্গতি। কখনও কখনও টিকেটের মূল্যের তুলনায় আসাযাওয়ার ব্যয় বেশি। তাই ফেরত দেয়া হয়না।, টিকেটের টাকাটা গচ্চা যায়। তাছাড়া, বর্তমানে বিভিন্ন বাস সার্ভিস এবং বিমান সংস্থাগুলোরও অনলাইন সার্ভিস। রিফান্ডও অনলাইনে। এ সব প্রেক্ষাপটে অনুরূপ উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ রেলওয়ে।