বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ময়মনসিংহ: শম্ভুগঞ্জ বাজার সংলগ্ন রেলক্রসিংয়ে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে বালুবোঝাই ট্রাকের চালক, সহকারিসহ ৪ জনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার বেলা দেড়টার দিকে শম্ভুগঞ্জের চর রঘুরামপুর ক্রসিং-এ এই দুর্ঘটনা ঘটেছে। ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় ট্রাকটি বেশ দূরে ছিটকে পড়েছে। ঘটনাস্থলে ট্রাকের চালক, সহকারি এবং অপর দুজনের মৃত্যু হয়েছে। এই দুজন ট্রেনের যাত্রী বলে অনুমান করা হচ্ছে। এদের মরদেহ ট্রেনের ইঞ্জিনে ঝুলন্ত ছিল। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গাপুরের জারিয়া থেকে ছেড়ে আসা বলাকা চর রঘুরামপুর ক্রসিং পার হচ্ছিল। এ সময় সেখানে ব্যারিয়ার না থাকায় বালুবোঝাই একটি ট্রাক রাস্তা থেকে রেললাইনে উঠে পড়ে। ট্রেনের ধাক্কায় ট্রাকটি লাইনের পাশে ছিটকে পড়ে। আর ট্রেনটি প্রায় এক কিলোমিটার সামনে গিয়ে থেমে যায়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করেছে।