Home First Lead রেলপথে টনে টনে পেঁয়াজ আসছে

রেলপথে টনে টনে পেঁয়াজ আসছে

  • শনিবার এক চালানে ১৬০০ টন
  • হিলিতে ট্রাক সেল ১৫-২১ টাকা কেজি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ভারত থেকে টনে টনে পেঁয়াজ আসছে রেলপথে। শনিবার দিনাজপুরের হিলি স্থল বন্দরে পৌঁছেছে  একটি বড় চালান।

প্রায় দু’মাস বন্ধ থাকার পর মে’র শেষ সপ্তাহ থেকে পেঁয়াজ আসছে। তাতে পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দর নিম্নমুখী। হিলিতে গত সপ্তাহে মালগাড়ি থেকে সরাসরি ট্রাক ডেলিভারিতে দর ছিল ২১ টাকা থেকে ২৪ টাকা। রবিবার বিক্রি হচ্ছে ১৫ টাকা থেকে ২১ টাকা দরে কেজি।

শনিবার ৩০ বগির মালবাহী ট্রেন পেঁয়াজ নিয়ে পৌঁছেছে হিলিতে। ৪২ বগিতে ১৬০০ টন আমদানি হয়েছে । তবে, ১২ বগি ইশ্বরদিতে রেখে বাকিটা গেছে হিলিতে। সেই বগিগুলোও হিলি পৌঁছবে।

পেঁয়াজের এই চালানটি এনেছে সততা বাণিজ্যালয়। ট্রেনটি দর্শনা দিয়ে হিলি রেলস্টেশনে আসে। সেখান থেকে রাজধানীসহ বিভিন্ন স্থানে পেঁয়াজ নিয়ে ট্রাক আসছে।

সততা বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী বাবলুর রহমান জানান, সরকার অনুমতি দেওয়ায় ভারত থেকে রেলপথ দিয়ে পেঁয়াজ আমদানি হচ্ছে। এ নিয়ে তৃতীয় দফায় মহারাষ্ট্রের নাসিক থেকে এসেছে। রেলপথে আমদানি অব্যাহত থাকলে দেশের বাজারে পেঁয়াজের দাম কমে আসবে।

হিলি রেলস্টেশনের স্টেশন মাস্টার রুহুল আমিন বলেন, ভারত থেকে মালবাহী ট্রেনটি দর্শনা  হয়ে  প্রবেশ করে। এর মধ্যে ১২টি বগি ঈশ্বরদীতে রেখে ৩০টি বগি নিয়ে শনিবার দুপুর সাড়ে ১২টায় হিলি রেলস্টেশনে পৌঁছেছে। ট্রেনটি থেকে পেঁয়াজ খালাসের কার্যক্রম চলছে।