টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ ও বিনাটিকিটে ট্রেনে চড়া ওই তিন যাত্রীর আত্মীয়তা স্বীকার করলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
আজ রেলভবনে এক সংবাদ সম্মেলনে বিব্রতবোধ করার কথাও জানান মন্ত্রী। তার স্ত্রী অভিযোগ করলেও টিটিইকে বরখাস্ত করতে বলেননি বলে দাবি করেন নুরুল ইসলাম সুজন।
তিনি বলেন, তবে আমার স্ত্রী হিসেবে তার এই অভিযোগ করা উচিত হয়নি। যে ঘটনাটি ঘটেছে তা আমার জন্য স্বভাবতই বিব্রতকর।
রেলমন্ত্রী আরও বলেন, তিনি পরে জানতে পেরেছিলেন যে যাত্রীরা তার আত্মীয়। কিন্তু গতকাল মিডিয়াকে ব্রিফ করার সময় পর্যন্ত তিনি এ সম্পর্কে অবগত ছিলেন না।
সংবাদ সম্মেলনে বিনা টিকিটে আন্তঃনগর ট্রেনে ভ্রমণকারী তিন যাত্রীকে জরিমানাকারী টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে বলেও জানান রেলমন্ত্রী।