কর্নাটক বিধান পরিষদের ডেপুটি স্পিকার এসএল ধর্মেগৌড়ার দেহ উদ্ধার হল চিক্কামাগালুরু জেলার একটি রেললাইনের পাশ থেকে। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন তিনি।
সংবাদ সংস্থাকে পুলিশ জানিয়েছে, মৃতদেহের কাছে একটি নোট উদ্ধার হয়েছে। সেই কারণেই ঘটনাকে প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে।
সোমবার রাত ২টো নাগাদ উদ্ধার হয় ধর্মেগৌড়ার দেহ। জনতা দল (সেক্যুলার)-এর সদস্য ছিলেন তিনি। বিধান পরিষদের সদস্যদের হাতে নিগৃহীত হওয়ার ঘটনায় তিনি সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন। চেয়ারে তিনি থাকাকালীনই বিধান পরিষদে গোলমাল হয়।
সেই নিগ্রহের ভিডিওতে দেখা গিয়েছিল, প্রায় চেয়ার থেকে জামা টেনে নামিয়ে দেওয়া হচ্ছে তাঁকে। ধর্মেগৌড়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেডিএস প্রধান ও প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া।
তিনি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘‘ধর্মেগৌড়া একজন শান্ত, আপাতনিরীহ মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। শুধু রাজ্য রাজনীতি নয়, জাতীয় রাজনীতির ক্ষেত্রেও এটি অনেক বড় ক্ষতি।’’
কর্নাটকের মুখ্যমন্ত্রীর দফতর থেকেও ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, ‘দুর্ভাগ্যজনক ঘটনা এটি। তাঁর পরিবার, আত্মীয়, বন্ধুদের প্রতি সমবেদনা রইল।’
-আনন্দবাজার