বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) চট্টগ্রাম রেলস্টেশন থেকে একজন টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করেছে।
ট্রেনের ১৯টি টিকিটসহ তাক গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের ওই টিকিটগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টেশনে সাধারণ শ্রেণির বিশ্রামাগারের সামনে এক যাত্রীর কাছে বেশি দামে টিকিট বিক্রি করছিলেন তিনি। পরে তল্লাশি করে তার কাছে থাকা বিভিন্ন ট্রেনের ১৯টি আসনের টিকিট উদ্ধার করা হয়।
একটি চক্র টিকিট কালোবাজারি করে কৃত্রিম সংকটের মাধ্যমে নির্ধারিত দামের চেয়ে বেশি টাকায় সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করছে বলে জানিয়েছে র্যাব।