Home First Lead ভয়াবহ দুর্ঘটনার কবলে মোহনগঞ্জ এক্সপ্রেস

ভয়াবহ দুর্ঘটনার কবলে মোহনগঞ্জ এক্সপ্রেস

ছবি সংগৃহীত

রেললাইন বিচ্ছিন্ন করার জন্য গ্যাস ব্যবহার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি গ্যাস সিলিন্ডারও উদ্ধার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

গাজীপুর: ভোরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে মোহনগঞ্জ এক্সপ্রেস। এর ৭টি বগি লাইনচ্যুত হয়ে গেছে। তাতে একজন নিহত এবং লোকোমাস্টার এমদাদুল হক, সহকারী লোকোমাস্টার সজীব মিয়াসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন ঘটনাস্থল পরিদর্শন করে জানান,  ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, দুর্বৃত্তরা নাশকতা সৃষ্টির উদ্দেশে রেললাইন বিচ্ছিন্ন করে দেয়। রেললাইন বিচ্ছিন্ন করার জন্য গ্যাস ব্যবহার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি গ্যাস সিলিন্ডারও উদ্ধার করা হয়েছে।’

ছবি সংগৃহীত

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মুহাম্মদ সফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, নাশকতা সৃষ্টির জন্য দুর্বৃত্তরা রেলপথের একটি অংশ কেটে রেখেছিল। ট্রেনটি ওই স্থানে পৌঁছালে লাইনচ্যুত হয়।

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সফিকুর রহমান জানান, আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি ঘটনাটি দুর্বৃত্তরা নাশকতার লক্ষ্যে করেছে। তারপরও ঘটনাটি সঠিক কারণ অনুসন্ধানে বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলীকে সৌমিক শাওন কবিরকে আহ্বায়ক করে ৭ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিভাগীয় পরিবহন প্রকৌশলী, বিভাগীয় যাত্রী প্রকৌশলী, বিভাগীয় চিকিৎসকসহ আরও ৭ জনকে কমিটির সদস্য করা হয়েছে।

এলাকাবাসী ও রেলওয়ের কর্মকর্তারা বলেন, যাত্রীবাহী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকার কমলাপুরের দিকে যাচ্ছিল। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা গাজীপুরের রাজেন্দ্রপুর ও ভাওয়াল রেলস্টেশনের মাঝামাঝি স্থানে বনখড়িয়া এলাকায় রেলপথের একটি অংশ কেটে রাখে। রাত সোয়া ৪টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশন পার হয়ে ভাওয়াল রেলস্টেশনে পৌঁছানোর আগেই লাইনচ্যুত হয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন যাত্রী মারা যান। আহত অন্তত ১০ জনকে স্থানীয়রা উদ্ধার করে আশপাশের ক্লিনিকে নিয়ে যান।