Home Second Lead ট্রাম্পের শুল্কের চাপে দেশে দেশে শেয়ারবাজারে ধস

ট্রাম্পের শুল্কের চাপে দেশে দেশে শেয়ারবাজারে ধস

বিজনেসটুডে২৪ ডেস্ক: হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রেসিপ্রোক্যাল ট্যারিফের ঘোষণার পর বিশ্বের অর্থনৈতিক ভাবে শক্তিশালী দেশগুলির শেয়ার বাজারে ধস নেমেছে। বৃহস্পতিবার আমেরিকা থেকে ইউরোপ, জাপান, ভারত সবখানে শেয়ার বাজার খুলতেই হুড়মুড়িয়ে পড়তে শুরু করে সূচক।

বাংলাদেশ, পাকিস্তান, ভারত, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, শ্রীলঙ্কাসহ এশিয়ার একাধিক দেশে শুল্কের চাপ বাড়িয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার এশিয়ার বিভিন্ন শেয়ারবাজারে এর নেতিবাচক প্রভাব পড়ে।

জাপানের নিক্কেই ২২৫ সূচক পড়েছে ৩.৪ শতাংশের বেশি পড়েছিল। পরে অবশ্যে কিছুটা সামাল দিয়ে এই পতনের অঙ্ক নেমে আসে ২.৯ শতাংশে।

দক্ষিণ কোরিয়ার স্টক এক্সচেঞ্জ সূচক কসপি পড়েছে ১.৯ শতাংশ। হংকং-এর স্টক এক্সচেঞ্জ সূচক হ্যাংসেং-ও ডাউন রয়েছে।

চিনের বিভিন্ন স্টক এক্সচেঞ্জ সূচকের পতন হয়েছে। অস্ট্রেলিয়ার উপর ১০ শতাংশ রেসিপ্রোক্যাল ট্যারিফ চাপিয়েছেন। এর পর অস্ট্রেলিয়ার স্টক মার্কেট সূচক এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০ কমেছে ১.৮ শতাংশ।

ভারতীয় পণ্যে ২৬ শতাংশ রেসিপ্রোক্যাল ট্যারিফ বসানো হয়েছে। বৃহস্পতিবার বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ০.৩৯ শতাংশ কমে রয়েছে ৭৬ হাজার ৩১৮ পয়েন্টে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি৫০ ০.৩৫ শতাংশ কমে রয়েছে ২৩ হাজার ২৫১ পয়েন্টে।

আমেরিকার অর্থনীতিকে চাঙ্গা করতে বিভিন্ন দেশের উপর শুল্কের ঘোষণা করছেন ট্রাম্প। কিন্তু এই ঘোষণার সময় থেকেই হু হু করে কমেছে ্বআমেরিকার ভিন্ন স্টক এক্সচেঞ্জ সূচক। ট্রাম্পের ট্যারিফ ঘোষণার সময় এসঅ্যান্ডপি কমেছিল প্রায় ১.৭ শতাংশ। ন্যাসড্যাক কমেছিল প্রায় ২ শতাংশ। যদিও পরে সেই ধাক্কা কিছুটা সামাল দিতে সমর্থ হয়েছে মার্কিন স্টক এক্সচেঞ্জ সূচকগুলি।

বাজার বন্ধের পর এসঅ্যান্ডপি প্রায় ০.৭ শতাংশ কমেছে। ন্যাসড্যাক কমেছে প্রায় ০.৯ শতাংশ। ডাও জোনস কমেছে প্রায় ০.৬ শতাংশ।