Home চট্টগ্রাম রেয়াজউদ্দিন বাজারে আলুর আড়তে অভিযান

রেয়াজউদ্দিন বাজারে আলুর আড়তে অভিযান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: নগরীর রেয়াজউদ্দিন বাজারে আলুর আড়তে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। বেশি দামে আলু বিক্রি করায় ১০ আড়ৎদারকে ১ লাখ চল্লিশ হাজার টাকা জরিমানা করে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে বেলা ১১টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, অভিযানে ৪০-৪২ টাকা কেজি দরে আলু বিক্রি এবং বিক্রি রশিদ দেখাতে না পারায় রেয়াজউদ্দিন বাজারের কুমিল্লা ট্রেডার্স, কুসুমপুরা বাণিজ্যালয়, রফরফ ট্রেডার্স, জননী ট্রেডার্স, মক্কা বাণিজ্যালয়, আবু তৈয়ব ট্রেডার্স, দাউদকান্দি বাণিজ্যালয়, শাহাবউদ্দিন ট্রেডার্স, আশীষ হাওলাদার ট্রেডার্সকে মোট এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, আলুর বাজার স্থিতিশীল রাখতে সরকার পাইকারিতে প্রতিকেজি ৩০ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু ব্যবসায়ীরা তা অমান্য করে ৪০ থেকে ৪২ টাকা দরে আলু বিক্রি করছে। যার প্রভাব পড়ছে ভোক্তাদের ওপর। যারা আলু কেনেন তাদেরকে কোনো রশিদ দিচ্ছে না। খুচরা ব্যবসায়ীরাও রশিদ না পাওয়ার অভিযোগ করেছেন।