বিজনেসটুডে২৪ ডেস্ক
২৫ বছরের ইতিহাসে মানুষ সবচেয়ে বেশি খুঁজেছেন রোনাল্ডো-কোহলিকেই। জানিয়ে দিল গুগল। মার্কিন বহুজাতিক টেক কোম্পানি ও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন দিয়েছে বিগত ২৫ বছরের ‘মোস্ট সার্চড’-এর ইতিহাস। সেখানেই মাত করেছেন সিআর সেভেন ও কিং কোহলি।
রোনাল্ডোর নামের সঙ্গে এখন জুড়ে গেল ‘মোস্ট সার্চড অ্যাথলিট’ এর তকমা। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের ২৫ বছরের ইতিহাসে সবথেকে বেশিবার সার্চ হয়েছে রোনাল্ডোর নাম। ৩৮ বছরের রোনাল্ডো বর্তমানে আল নাসের দলের হয়ে খেলছেন। কেরিয়ারের শুরু থেকেই ইউরোপেই ক্লাব ফুটবল খেলেছেন সিআরসেভেন। রেকর্ড সংখ্যাক গোল রয়েছে তাঁর নামের পাশে। তবে চলতি বছরে ইউরোপীয় ফুটবলের মায়া কাটিয়ে এবার সৌদি আরবের ক্লাব আল নাসেরে নাম লিখিয়েছেন রোনাল্ডো। কিন্তু রোনাল্ডোর জনপ্রিয়তা কমেনি।
বিদায়ের পথে ২০২৩, আরও একটা নতুন বছরের প্রতীক্ষা। ফুরিয়ে যাওয়া বছরের হিসেব শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি গুগুলের পক্ষ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে যেখানে২০২৩ সালে টপ ট্রেডিং ক্রিকেটার হিসাবে উঠে এসেছেন শুভমান গিল এবং রাচিন রবীন্দ্র।